
ফাইল ছবি
পাকিস্তান ও ভারতের অনমনীয় মনোভাবে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জল ঘোলা হয়েছিল অনেক। তবে তার পরিস্কার হয়ে গেছে। আইসিসির মধ্যস্থতায় বিসিসিআই ও পিসিবির সমঝোতায় কেটে গেছে সব সংশয়। নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে এ বৈশ্বিক টুর্নামেন্ট। অবশ্য ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইয়ে। সেখানেই রোহিত-কোহলিদের মুখোমুখি হবে টাইগাররা।
আগামী বছরের ২০ ফেব্রুয়ারী আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। মুল আয়োজক পাকিস্তান হলেও দুবাইকে এ আসরের নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে পিসিবি।
২৩ ফেব্রয়ারী হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচের ভেন্যুও দুবাই। তার আগে ১৯ ফেব্রুয়ারী করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত ভাবে ঘোষণা করেনি। তবে ভেন্যু চূড়ান্ত করার দিনে ক্রিকইনফো এক প্রতিবেদনে কিছু ম্যাচের দিন তারিখ প্রকাশ করেছে। ক্রিকইনফো জানায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান ও মন্ত্রী শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করে দুবাইকে এই আসরের নিরপক্ষে ভেন্যু হিসেবে নিশ্চিত করেছেন।
এ দিনই দুবাইতে যে ম্যাচগুলো হবে তার একটা খসরা এবং পাকিস্তানের গ্রুপ ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। পাকিস্তান তাদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে বাংলাদেশের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডিতে। একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ ম্যাচ হওয়ার কথা আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত তাদের গ্রুপ ম্যাচ খেলবে ২ মার্চ দুবাইতে।
পাকিস্তান-নিউজিল্যান্ড গ্রুপ ম্যাচ পাকিস্তানেই হবে। এছাড়া ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো আসরের তিনটি ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে।
চ্যাম্পিয়নস ট্রফির দুটি সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ। নকআউট পর্বে ভারত যে ম্যাচগুলোতে থাকবে সেগুলো হবে দুবাইতে। ভারত নকআউটে না উঠলে সবগুলো ম্যাচই হবে পাকিস্তানে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।