
সংগৃহীত ছবি
গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ইনজুরি আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাতীয় দলের এ অলরাউন্ডার বেশ কিছুদিন ধরে ইনজুরি ও পুনর্বাসনের চক্রে ছিলেন। গ্লোবাল টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে রংপুর রাইডার্সের হয়ে শেষের কিছু ম্যাচ খেলতে পারেননি তিনি। মাঠের বাইরে সময় কাটিয়েছেন ডাগআউটে বসে।
তবে দেশে ফিরে তিনি অলস বসে থাকেননি। ব্যাক সাইডে চোটের কারণে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। মিরপুরের একাডেমি মাঠে তাকে প্রায়ই ফিটনেস অনুশীলন ও রানিং করতে দেখা যায়। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি কাজ করছেন। এ সময়ে তার ট্রেনার হিসেবে রয়েছেন ইফতেখার ইফতি।
এখন সাইফউদ্দিন সম্পূর্ণ ফিট। মাঠে ফেরার জন্য প্রস্তুত। তার ফিরতি যাত্রার শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। বিসিবির ট্রেনার ইফতি বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফউদ্দিন এখন ভালো আছে। মাঠে ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত রাখছে। আশা করছি, বিপিএলের শুরু থেকেই তাকে পুরোপুরি ফিট রিদমে পাওয়া যাবে। বোলিং বা ব্যাটিং—যতটুকু দরকার সবই করবে।
গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাইফউদ্দিন। মাঝপথে টুর্নামেন্টে যোগ দিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার তিনি রংপুর রাইডার্সের জার্সি গায়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।