Apan Desh | আপন দেশ

সিলেট পর্বের মিউজিক ফেস্টে থাকছেন জেমস-আসিফ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৪

সিলেট পর্বের মিউজিক ফেস্টে থাকছেন জেমস-আসিফ

সর্বনিম্ন ৫০০ টাকায় মিলবে সিলেট পর্বের মিউজিক ফেস্টের টিকিট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের খেলা। এর আগে তারুণ্যের উৎসব হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউজিক ফেস্ট। 

এরই মিধ্যে ঢাকা পর্ব মাতিয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার পালা সিলেট পর্বের। বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে সিলেট পর্বের মিউজিক ফেস্ট।

সিলেট পর্বের মিউজিক ফেস্ট মাঠে বসে দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ মিউজিক ফেস্ট। সর্বোচ্চ ৪ হাজার টাকায় মিলবে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। সিলভার ক্যাটাগরির টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। আর ৫০০ টকার টিইটে অনুষ্ঠান উপভোগ করা যাবে গ্যালারি থেকে।

অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া সরাসরি সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকেও টিকিট কেনা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও এ কনসার্টের টিকিট পাওয়া যাবে। কনসার্টের গেট দুপুর ২টায় খোলা হবে। গেট বন্ধ হবে বিকেল ৫টায়।

সিলেট পর্বে মঞ্চ মাতাবেন দেশের নামকরা সংগীত তারকারা। যুব ও তারুণ্যের উৎসব শিরোনামের এ কনসার্ট মাতাবেন নগরবাউল খ্যাত জেমস। আরও থাকছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তসিবা।

এবার বিপিএলের তিন ভেন্যুতেই কনসার্টের আয়োজন করেছে বিসিবি। সিলেট পর্বের পর চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়