Apan Desh | আপন দেশ

সিলেটে বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন যারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৪

সিলেটে বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন যারা

বিপিএল মিউজিক ফেস্টের পোস্টার

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের একাদশ আসর। দেশের একমাত্র ফ্যাঞ্জাইজি টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি। সারা দেশে উন্মাদনা তৈরি করতে আয়োজন করা হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট।

সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। সেদিনই বিপিএল উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর শেরেবাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তান থেকে আসা ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। সঙ্গে ছিলেন দেশের শিল্পী রাফা এবং তার দল। মঞ্চ মাতিয়েছেন নতুন প্রজন্মের তারকা জেফার, মুজা ও সঞ্জয়।

একদিন বিরতি দিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) এবার সিলেটে বিপিএলের মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। আরও থাকবেন সঙ্গীত শিল্পী তোশিবা।

সিলেটে এ কনসার্ট গ্যালারিতে বসে দেখা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকেটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এ মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকেট।

এছাড়া দর্শকরা সরাসরি টিকেট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকেট বুথেও মিলবে এ কনসার্টের টিকেট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়