Apan Desh | আপন দেশ

বড়দিনের ছুটিতে বরফের দেশে রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৩:৩১, ২৫ ডিসেম্বর ২০২৪

বড়দিনের ছুটিতে বরফের দেশে রোনালদো

বরফের দেশ ফিনল্যান্ডে ক্রিস্টিয়ানো রোনালদো

অনেক আগেই ইউরোপের পাঠ চুকিয়ে মরুর দেশ সৌদি প্রো লিগে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন পর্তুগিজ তারকা। তার মাঝেই হাজির হয়েছে বড় উৎসব বড়দিন। তাই ছুটি পেয়েই সিআর সেভেন পরিবার নিয়ে উড়াল দিয়েছেন বরফের দেশ ফিনল্যান্ডে।

সেখানে বড়দিনটাও দারুণ কাটছে রোনালদোর। পরিবার নিয়ে তিনি সময় কাটাচ্ছেন সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডের জমাটবাঁধা বরফের শহর ল্যাপল্যান্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন কিছু ছবি ও ভিডিও। তাতে দেখা গেছে, বরফে স্কি বাইক চালানো থেকে শুরু করে হিমশীতল তাপমাত্রায় শক্তিশালী শরীর প্রদর্শন করছেন রোনালদো। 

রোনালদোর ছুটি কাটানোর একটি ছবি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। খালিগায়ে একটি ভিডিও পোস্ট করেছেন রোনালদো। তিনি নিয়েছিলেন পানিতে নামার চ্যালেঞ্জ। ঝুঁকি নিয়ে অবশ্য কোনো খেলায় অংশ নেননি রোনালদো। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি—এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। এজন্য শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।

ল্যাপল্যান্ডের তাপমাত্রা এখন মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ড্রিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমন মারাত্মক শীতল আবহাওয়ার মধ্যে শার্ট ছাড়া রোনালদোর শরীর প্রদর্শন ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার পেশীবহুল শরীর অবশ্য ভক্তদের কাছে পরিচিতই। বরফের উপর দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগযোগের মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, 'সবাইকে শুভ বড়দিন। '

রোনালদো আরও কয়েকদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। কারণ আল নাসরের মৌসুম ফের শুরু হবে ৯ জানুয়ারি থেকে। এ বছরটা মাঠে দারুণ কেটেছে রোনালদোর। ফলে এই ছুটি তার প্রাপ্যও বটে। 

২০২৪ সালে সবমিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮ গোল। এ বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। তবে দলীয় সাফল্য ধরা দেয়নি তাকে। তার দেশ পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর তার ক্লাব আল নাসর প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করেছে এবং হেরে গেছে সৌদি সুপার কাপের ফাইনালে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়