Apan Desh | আপন দেশ

‘এনসিএল টি-টোয়েন্টির ঘাটতি পূরণ করবে’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ২৫ ডিসেম্বর ২০২৪

‘এনসিএল টি-টোয়েন্টির ঘাটতি পূরণ করবে’

বিসিবির চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু

দেশে ভালো মানের টি-টোয়েন্টি খেলোয়াড়ের আকাল। নতুন ক্রিকেটার খুঁজতে তাই এক দশক পর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফেরানো হয় টি-টোয়েন্টি সংস্করণ। যেখানে অনেক ক্রিকেটারকে দেখা গিয়েছে পারফর্ম করতে। এতদিন পর এ টুর্নামেন্ট আয়োজন করে কেমন ফিডব্যাক পেলেন এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবির চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নুর কাছে।

জবাবে তিনি বলেন, আমাদের হাই পারফরম্যান্সে (এইচপি) গত চার বছরে যুক্ত থাকা অনেক খেলোয়াড়কে নাড়াচাড়া করেছি এখানে। সেসমস্ত খেলোয়াড়েরা নজরে আসে। এখন পাইপলাইনে সেসমস্ত চিন্তা করে আগামী চার-পাঁচ বছরের জন্য খেলোয়াড়েরা রয়েছে। তারাই ভবিষ্যতে জাতীয় দলের জন্য তৈরি হবে।

নতুন করে বল হাতে আলো ছড়িয়েছেন মুকিদুল মুগ্ধ। তাকে নিয়ে নান্নু জানালেন, ভবিষ্যত চিন্তা করেই হাই পারফরম্যান্সে চার বছর আগে নেয়া হয়েছিল (মুগ্ধকে)। সেভাবেই যাচ্ছে। তো আশা করছি খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ হয়েছে। এ সংস্করণে আরও ম্যাচ খেললে আরও কিছু ভালো খেলোয়াড় পাওয়া যাবে। আমাদের প্ল্যাটফর্মে আরও কিছু ভালো পারফর্মার দেখা যাবে।

এনসিএল টুর্নামেন্ট নিয়ে নান্নু বলেন, সব মিলিয়ে আমি বলব, অনেক ফিডব্যাক আছে। অনেক খেলোয়াড়কে নির্বাচক প্যানেল জায়গা করে দিয়েছে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্ট যদি চালিয়ে যেতে পারি, ইনশা আল্লাহ টি-টোয়েন্টি সংস্করণে যে ঘাটতিটা আছে, সেটা আমরা পূরণ করতে পারব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়