মোস্তাফিজুর রহমান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অভিষেকেই উদীয়মান তারকার পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজুর রহমান। তার পরের আসরগুলোতে বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের এ কাটার মাস্টার। কিন্তু অভিষেকের আট বছর পর ভারতীয় টুর্নামেন্টটির মেগা নিলামে দল পাননি এ পেসার।
আইপিএলে উপেক্ষিত হলেও বসে থাকতে চান না মোস্তাফিজ। তাই আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন তিনি। প্রায় ছয় বছর পর পিএসএলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এ টাইগার পেসার। পিএসএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মোস্তাফিজ এবারের ড্রাফটে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের বোলিং অ্যাকশনের একটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য এবারের আসর আইপিএলের সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলের দিকে ঝুঁকছেন। মোস্তাফিজ তাদের মধ্যে অন্যতম।
২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। সেবার ৬.৪৩ ইকোনমি রেটে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার পিএসএলে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।