Apan Desh | আপন দেশ

ধাক্কা দেয়ায় শাস্তি পেলেন কোহলি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:০১, ২৬ ডিসেম্বর ২০২৪

ধাক্কা দেয়ায় শাস্তি পেলেন কোহলি

অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারেন কোহলি।

বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে দশম ওভারের পর কোহলি স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে কাঁধ দিয়ে ধাক্কা মারে। এ ঘটনার জেরে শাস্তি পেলেন ভারতের এ প্রাক্তন অধিনায়ক।

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের জন্য কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে। তাকে একটি ডেমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। 

আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ঘটনা খেলার দশম ওভার শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে করে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এ সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

উল্লেখ্য, বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের রোমাঞ্চকর ইনিংস খেলেন কনস্টাস। জাসপ্রিট বুমরাহকে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে নজর কেড়েছেন তিনি। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়