Apan Desh | আপন দেশ

ফুটবলে দ্বৈত ঝলক, হামজার সিগনেচার

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ০৯:৫১, ২৮ ডিসেম্বর ২০২৪

ফুটবলে দ্বৈত ঝলক, হামজার সিগনেচার

সাফ জয়ী ফুটবল দল ও হামজা দেওয়ান চৌধুরী।

২০২৪ সালে বাংলাদেশের ফুটবলে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এক বছরের যাত্রা। নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়। জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স, বাফুফেতে নেতৃত্ব পরিবর্তন। হামজা চৌধুরীর বাংলাদেশি হওয়ার সিদ্ধান্ত—সবই বাংলাদেশের ফুটবল ইতিহাসের মাইলফলক হিসেবে রয়ে যাবে। 

নারী ফুটবলে সাফে ইতিহাস: টানা দ্বিতীয় শিরোপা
২০২৪ সালের অক্টোবরে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ইতিহাস সৃষ্টি করে। সর্বশেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ পর্বের মন্দ শুরু কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে আসে সাবিনা খাতুনের দল। সেমিফাইনালে ভুটানকে ৭-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জয় করে বাংলাদেশ। এ সাফল্যে ঋতুপর্ণা চাকমা সেরা ফুটবলার ও রুপনা চাকমা সেরা গোলরক্ষক নির্বাচিত হন।

জাতীয় দলের ব্যর্থতা
২০২৪ সালের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল ছিল এক হতাশাজনক পরিসংখ্যানের অধিকারী। ২০২৩ সালে ব্যাঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠলেও ২০২৪ সালে বিশ্বকাপ বাছাই পর্বে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। বাংলাদেশ সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পায়। একমাত্র দুটি জয় ছিল ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে। সেরা প্রতিপক্ষ ফিলিস্তিনের সঙ্গে লড়াইয়ের পরও তারা কুয়েতে ৫-০ গোলে পরাজিত হয়। যা ছিল বড় ধাক্কা।

বাফুফেতে নেতৃত্ব পরিবর্তন: নতুন সূচনা
২০২৪ সালের আগস্টে কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে তার পাঁচবারের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নানা সমালোচনার পর শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। পরে ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হন তাবিথ আউয়াল। এ নির্বাচনে নতুন মুখের উপস্থিতি ফুটবল ফেডারেশনকে একটি নতুন দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।

হামজা চৌধুরীর বাংলাদেশি হওয়ার ঘোষণা: নতুন আশা
২০২৪ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশের ফুটবল জন্য এক সুখবর আসে—হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির ডিফেন্ডার বাংলাদেশি হয়ে খেলতে পারবেন। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দেয়া হয়। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে এটি ছিল একটি বড় সাফল্য। কারণ এর আগে এমন মানের কোনো ফুটবলার জাতীয় দলে আসেনি। ২০২৫ সালে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে।

বয়সভিত্তিক দলের সাফল্য: শিরোপার বন্যা
২০২৪ সালে বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল দলগুলো অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। মেয়েদের অনূর্ধ্ব-১৬, ১৯ ও ছেলেদের অনূর্ধ্ব-২০ দলের সাফল্য ছিল বড় অর্জন। এ তিনটি দলই সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে। 

ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের ইতিহাস 
বসুন্ধরা কিংস ২০২৪ সালে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তারা প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপের শিরোপাও জয় করে তারা ট্রেবল জয়ের কীর্তি গড়েছে। তবে ক্লাব ফুটবলে নতুন মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব দল গঠন না করায় কিছুটা শূন্যতা দেখা দেয়।

বাংলাদেশ ফুটবলকে হারানো কিংবদন্তি
২০২৪ সালে বাংলাদেশের ফুটবল শোকাহত হয়েছে। ১৮ নভেম্বর স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও বাংলাদেশের ফুটবল ইতিহাসের কিংবদন্তি জাকারিয়া পিন্টু না ফেরার দেশে চলে যান। তার মৃত্যু দেশের ফুটবলকে এক বড় শূন্যতা এনে দিয়েছে। এর আগে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সাইদুর রহমান প্যাটেল, বিমল কর ও্র আমিনুল ইসলাম সরুজও পৃথিবী ছেড়ে চলে গেছেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়