Apan Desh | আপন দেশ

নতুন বছরে টাইগারদের যত খেলা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:০৬, ১ জানুয়ারি ২০২৫

নতুন বছরে টাইগারদের যত খেলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

কালের বিবর্তনে হারিয়ে গেল আরও একটি বছর। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শেষ হয় ২০২৪ সাল। শুরু হলো ২০২৫ সাল। বিদায়ী বছরটি দেশের জন্য যেমন ঘটনাবহুল ছিল, তেমনি ছিল ক্রীড়াঙ্গণের জন্য। এখনও পুরোপুরি সব খেলা সচল না হলেও এ অঙ্গণে বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে অনেক ফেডারেশন ও ক্রীড়া সংস্থা। সেগুলোর মধ্যে অন্যতম ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেকটাই বদলে গেছে। নাজমুল হাসান পাপনকে সরিয়ে নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তার নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ক্রিকেট এটাই সবার প্রত্যাশা। 

গত বছরের মতো নতুন বছরও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে ছেলেরা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এ আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এ বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। 

আসুন একনজরে দেখে নেয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি 

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।  

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ। 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি

জানুয়ারি-ফেব্রুয়ারি 
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। 

সেপ্টেম্বর-অক্টোবর 
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

ডিসেম্বর 
বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। সিরিজ না জিতলে খেলবে বাছাইপর্ব। সেটা পেরিয়েই যেতে হবে বিশ্বকাপে। 

আপন দেশ/ জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়