সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি
এক সময় বিশ্বের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির মালিক ছিলেন তিনি। ছিলেন পাকিস্তানের অধিনায়কও। প্রায় এক দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট অবসর নিয়েছেন। তবে খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। এখন তাও খেলছেন না। বলছি শহীদ আফ্রিদির কথা। সাবেক এ অলরাউন্ডার এখন বিপিএলে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
যদিও চিটাগং কিংস ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বদলে অফ্রিদিকে নিজেদের ‘মেন্টর’ হিসেবে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। পরিচয় যাই হোক, মিরপুরে বিপিএললের ব্রডকাস্টার চ্যানেলের মুখোমুখি হয়ে বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন আফ্রিদি, ‘সবসময় বলি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। সবসময় বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি।
পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, বাংলাদেশের মানুষ ভীষণ ক্রিকেট অনুরাগী। এই দেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে আর আলাদা ফ্র্যাঞ্চাইজির পক্ষে বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। অভিজ্ঞতা খুব ভালো। এমনকি উপভোগ করছি এখনও।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগংয়ের টম ও’কনেল টাইমড আউট হলেও পরে আপিল প্রত্যাহার করে নিয়েছিলেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর প্রশংসাই করলেন পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৯ টি-টোয়েন্টি খেলা আফ্রিদি, সত্যি বলতে খুব ভালো সিদ্ধান্ত ছিল এটা। নিয়ম বলছে অবশ্যই আউট তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। বেশ ভালো ছিল (মিরাজের আপিল প্রত্যাহার করা)।
নতুন ভূমিকা উপভোগ করছেন জানিয়ে আফ্রিদি বলেন, এটা খুব সহজ। শুধু সমর্থন দেয়া আর ছেলেদের অনুপ্রেরণা দেয়া, খুব সহজ। আমাদের বোলিং ভালো হলেও আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে খুব ভারসাম্যপূর্ণ হবে এ দল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।