Apan Desh | আপন দেশ

পিএসএলের ড্রাফটে যেসব বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪৮, ২ জানুয়ারি ২০২৫

পিএসএলের ড্রাফটে যেসব বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

সৌদি আরবে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার। পরিক্ষিত হয়েও জায়গা পাননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মতো তারকা। ভারতে উপেক্ষিত হয়ে পাকিস্তানের দিকে ঝুকছে টাইগাররা।

আগামী আগামী ১১ জানুয়ারি বসবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। আসন্ন এ ড্রাফটে নাম লিখিয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। আছেন মুস্তাফিজ, সাকিবও। তাছাড়া আরও ২৮ ক্রিকেটার থাকতে পারেন পিএসএলের ড্রাফটে। 

আইপিএল নিলামে দল পেতে ব্যর্থ হলেও পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন বিবেচনায় চলতি বছর পিএসএল আসর খানিকটা পরেই শুরু হবে। এপ্রিল-মে মাসে হবে এবারের পিএসএল। 

ড্রাফটে সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। সাম্প্রতিক সময়ে গতির ঝড় তোলা নাহিদ রানা কিংবা জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দেখা যাবে এ ড্রাফটে। 

জাতীয় দলের অংশ হয়ে থাকা অনেক ক্রিকেটারই ড্রাফটে নাম জমা দিয়েছেন। শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম ও নাসুম আহমেদের নাম রয়েছে তালিকায়। 

জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু, রনি তালুকদারও নাম জমা দিয়েছেন পিএসএলের ড্রাফটে। রুয়েল মিয়ার সঙ্গে বাংলাদেশিদের মধ্যে ড্রাফটে আরও আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে পিএসএলের ১০ম আসর। আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মে, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে।

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা : সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়