Apan Desh | আপন দেশ

বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২ জানুয়ারি ২০২৫

বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুল আলম। ঘটনাটি ঘটেছে বিপিএলের উদ্বোধনী দিনে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ চলাকালে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজুল আলম।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএলের শুরুর দিনের কিছু বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে সেদিন প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সঙ্গে কথা বলছিলেন মাহফুজ এবং তাঁর সঙ্গে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা।

তারা টিকিট নিয়ে বিশৃঙ্খলা, গ্যালারিতে আবু সাঈদ কর্নার ও দর্শকদের বিনা মূল্য পানি পানের জন্য মুগ্ধ কর্নারের প্রস্তুতিতে দেরি এবং জুলাই–আগস্টের আন্দোলনে আহত ১০০ জনের সৌজন্য টিকিট পেতে দেরি হওয়া নিয়ে বোর্ড সভাপতির কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন।

কথোপকথনের একপর্যায়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজ উত্তেজিত হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অশোভন আচরণ করেন। ফারুককে তিনি এমনও বলেন, আপনি কীভাবে বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, তা আমাদের জানা আছে।

তবে মাহফুজ এসব অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমকে বলেন, উত্তপ্ত কিছু হয়নি। স্বাভাবিক কথাবার্তা হয়েছে। দুই পক্ষই আবেগপ্রবণ হয়ে কথা বলেছে। এমন কিছু হয়নি, যেটা অপ্রীতিকর। টিকিটের অব্যবস্থাপনা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব মানুষের জন্য প্রত্যাশিত ছিল না। সবকিছু আরও ভালো হতে পারত।

বিসিবির এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন আচরণ সভাপতির জন্য বিব্রতকর এবং ক্রীড়া উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে। প্রেসিডেন্ট বক্সে এ ধরনের আচরণ মেনে নেয়া যায় না।

প্রেসিডেন্ট বক্সে দাঁড়িয়ে পুরো ঘটনা মোবাইলে ভিডিও করছিলেন মাহফুজের সঙ্গে থাকা একজন। বিসিবির লোকজন এটি দেখে ফেলার পর তাৎক্ষণিকভাবে সে মোবাইল ফোন নিয়ে সেটি রিবুট করে আবার ফেরত দেয়া হয় তাকে। বলা হচ্ছে সে ভিডিও করা ব্যক্তি প্রেসিডেন্ট বক্সে প্রবেশ করেন নির্ধারিত পাস ছাড়াই!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়