আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী
খেলার মাঠে জুটি বেঁধে বাংলাদেশকে বহু পদক উপহার দিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। তবে তাদের যুগল শুধু খেলার মাঠেই শুধু সীমাবদ্ধ থাকেনি, সংসারজীবনেও জুটি বেঁধেছেন তারা। বিয়ের পরও জুটি বেঁধে খেলেছেন তারা। আর হয়তো লাল সবুজের দেশের হয়ে খেলতে দেখা যাবে না তাদের। আলোচিত এ দম্পতি গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন!
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন রোমান-দিয়া। এ দম্পতির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। এছাড়া তাদের কোচসহ অন্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্চাররা সবাই ২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়েই সেখানে গেছেন। রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ সাড়া দেননি। তবে দিয়া সিদ্দিকীর বাবা বলেছেন, ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারবো না।
দিয়া-রোমান কী স্থায়ী হতে যুক্তরাষ্ট্র গেছেন? এমন প্রশ্নে দিয়ার বাবা বলেন, দিয়া বেশ কিছু দিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। ভারতের ভিসা বন্ধ থাকায় ওদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পরে ওরা জানায় যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি চিকিৎসা করাতেই গিয়েছে। এর বেশি কিছু জানি না। থেকে যাবে কিনা এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই। ওরা এরকম কিছু এখন পর্যন্ত আমাকে বলেনি।
বিষয়টি আরও নিশ্চিত হতে আরচারি জাতীয় দলের এক কোচ বলেছেন, আমার সঙ্গে দিয়ার কথা হয়েছে। ও বললো এখন নিউ জার্সিতে। আমি তাদের শুভকামনা জানিয়েছি। এখন ওখানে ওরা তো নিশ্চয়ই ঘুরতে যায়নি। থাকতে গেছে। এখন কী করার আছে।
জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে বলেছেন, আমি খবরটা শুনে সত্যি হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। গত (বুধবার) ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেলো কি না, বলতে পারব না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারব। তবে এরকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেছেন, ওরা যুক্তরাষ্ট্রে গেছে এক সপ্তাহ হলো এটা শুনেছি। ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। এমনিতে ওদের পারফরম্যান্স খারাপ ছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।