সাকিব আল হাসান
জুলাই বিপ্লবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান । ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। সমস্যাটা সেখানেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সময় নিরব থাকায় এ অলরাউন্ডারের প্রতি ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের। পরিবর্তিত পরিস্থিতিতে দেশেও ফিরতে পারছেন না তিনি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও দেশেই ফিরতে পারেননি সাকিব। এবারের বিপিএলেও খেলতে পারছেন না তিনি।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে আয়োজিত এ টুর্নামেন্টে তাকে দলে পেতে চেষ্টা চালাচ্ছে বোর্ড।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিব এখনো অবসর (ওয়ানডে) নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।
তিনি বলেন, বিপিএলের মাঝেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সেরা দল নিয়েই এ টুর্নামেন্টে অংশ নিতে চাই, এবং সাকিব দেশের ক্রিকেটের বড় সম্পদ।
সাকিবকে ফেরানো নিয়ে বিসিবির এ উদ্যোগ নতুন করে জল্পনা-কল্পনা তৈরি করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে। তবে তার ফিটনেস এবং মাঠে ফেরার প্রস্তুতি কেমন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।
দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত আসবে বিপিএলের মাঝামাঝি সময়েই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।