Apan Desh | আপন দেশ

জাতীয় দলে আর খেলছেন না তামিম!

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৫০, ৪ জানুয়ারি ২০২৫

জাতীয় দলে আর খেলছেন না তামিম!

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাহিরে তামিম ইকবাল। বিপিএল দিয়েই লম্বা বিরতির পর লাল সবুজ জার্সিতে ফেরার কথা ছিল সাবেক অধিনায়কের। সে অনুযায়ী  ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন দেশসেরা এ ওপেনার। 

ভক্তরা মুখিয়ে আছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালের খেলা দেখতে। এ বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে ও দুবাইয়ে হাইব্রিড মডেলে হবে আইসিসির এ বৈশ্বিক আসর। তবে টাইগার সমর্থকদের তামিমের খেলা দেখার আশা বোধহয় পুরন হচ্ছে না।

সম্প্রতি তামিম তেমন ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানি কিংবদন্তি শহিদ আফ্রিদি বিপিএলে একাদশ আসরে চট্টগ্রাম কিংসের মেন্টর ও অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে এসেছেন। এক নৈশভোজে আফ্রিদির সঙ্গে দেখা হয় তামিমের। সেসময় পাকিস্তানের সাবেক অলাউন্ডার তামিমকে প্রশ্ন করেন, তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? ক্যারিয়ার শেষ?

জবাবে তামিম বলেন, জাতীয় দল থেকে...জাতীয় দলে আর খেলছি না। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও বিসিবিকে জানাননি। ফলে এটি চূড়ান্ত কি না, তা নিশ্চিত নয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। পরের দিনই ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জাতীয় দলে তামিমের ফেরা এ টুর্নামেন্ট দিয়েই হতে পারে বলে জল্পনা রয়েছে। এখন দেখার বিষয়, তামিম জাতীয় দলের জার্সিতে ফেরেন কি না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়