Apan Desh | আপন দেশ

ভারতকে কাঁদিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৫ জানুয়ারি ২০২৫

ভারতকে কাঁদিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ী অস্ট্রেলিয়া দল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণটা নিজেদের হাতেই ছিল তাদের। সিডনি টেস্টে ভারতকে হারালেই লর্ডসের ফাইনালের টিকেট নিশ্চিত  অস্ট্রেলিয়ার।ভারতের সামনেও ছিল একই সমীকরণ। বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচ ৬ উইকেটে হেরে শেষ সুযোগ হাতছাড়া করল টিম ইন্ডিয়া।

দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরে গেল ভারত। আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। তবে সফরকারিদের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক জাসপ্রিত বুমরার চোট। দলের দরকারে ব্যাট হাতে নামলেও বোলিং করতে পারেননি তিনি। ফলে এ পুঁজি নিয়ে লড়াই ভারতের পক্ষে কঠিন হয়ে যায়।

সবশেষ ২০১৪ সালে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা চারটি সিরিজ জিতে ভারত। এর দুটি অস্ট্রেলিয়ার মাটিতে। সিডনিতে জিতে ট্রফিটা ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের সঙ্গে অজিরা নিশ্চিত করল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেটে ১৪১ রানে। রোববার (০৫ জানুয়ারি) তৃতীয় দিন লাঞ্চের আগেই তারা অলআউট ১৫৭ রানে। অস্ট্রেলিয়ার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৬২ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪৫ রানে ৬ উইকেট স্কট বোল্যান্ডের। প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন এ পেসার। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। ভারতের হয়ে সবচেয়ে বেশি ৬১ রান ঋষভ পন্তের।

জবাবে চা বিরতির আগেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৫৮ রানে ৩ উইকেট হারালেও উসমান খাজা, ট্রাভিস হেড আর বিউ ওয়েবস্টারের দৃঢ়তায় সহজ জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের দখলে নিল অস্ট্রেলিয়া।

উসমান খাজা ৪১, স্যাম কনস্টাস ২২, মার্নাস লাবুশেন ৬ ও স্টিভেন স্মিথ আউট হন ৪ রানে। ট্রাভিস হেড ৩৮ বলে ৩৪ ও বিউ ওয়েবস্টার ৩৪ বলে অপরাজিত ছিলেন ৩৯ রানে। স্যাম কনস্টাস ১৭ বলে ২২, উসমান খোয়াজা ৪৫ বলে ৪১, মার্নাস লাবুশেন ২০ বলে ৬ ও স্টিভ স্মিথ ৯ বলে ৪ রান করেন। স্মিথ আটকে থাকলেন টেস্টে ৯৯৯৯ রানে।

প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি ও মহম্মদ সিরাজ ১ উইকেট নেন। সিরাজ এদিন খোয়াজাকে আউট করে টেস্টে শততম শিকার ঝুলিতে পুরলেন। জসপ্রীত বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় পেসার তথা ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ১৯৫টি, জসপ্রীত বুমরাহ ১৫৬টি, রবীন্দ্র জাদেজা ১৩১টি ও মহম্মদ সিরাজ ১০০টি উইকেট নিয়েছেন।

 আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়