বার্বাস্ত্রোর বিপক্ষে জয়ের পর বার্সেলোনার উল্লাস
কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না অনেক দিন ধরেই। যে কারণে কোচ জাভি হার্নান্দেজকে ছেঁটে ফেলেছিল বার্সেলোনা। এরপর কাতালুনিয়াদের দায়িত্ব তুলে দেয়া হয়েছে হান্সি ফ্লিকের কাঁধে। তবুও ধুকছিল বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। যে কারণে গেল বছরের শেষটা ভালো হয়নি বার্সেলোনার। হার দিয়েই বছর শেষ করতে হয়েছিল তাদের। তবে সব পিছনে ফেলে দুর্দান্ত এক জয়ে নতুন বছর শুরু করেছে বার্সা।
বছরের প্রথম ম্যাচে বার্বাস্ত্রোকে ৪-০ ব্যবধানে হারিয়ে দারুণভাবে শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি। কোপা দেল রেতে চতুর্থ শ্রেণির এই ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বার্সা। এ জয়ে কোচ হিসেবে নিজের শততম জয় পূর্ণ করেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক।
শনিবার (৪ জানুয়ারি) রাতে বার্বাস্ত্রোর মাঠে ম্যাচের ২১ মিনিটেই লিড নেয় কাতালানরা। রোনাল্ড আরাওহোর হেড থেকে করা পাসে বুলেট গতির আরও একটি হেড দিয়ে বল জালে ফেলেন এরিক গার্সিয়া। এতে ১-০ তে এগিয়ে যায় বার্সা। সে ব্যবধান ১০ মিনিট পরই দ্বিগুণ করেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এই গোলও আসে হেড থেকে।
বিরতির পর ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডফস্কি। অ্যাসিস্ট করেন পাবলো তোরে। এতে ৩-০ তে এগিয়ে যায় বার্সা। বার্বাস্ত্রোর কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন পাবলো তোরে ৫৬ মিনিটে। বার্বাস্ত্রোর গোলরক্ষক আরনাউ ফেব্রিগার ভুলে গোল করে বার্সা ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
পুরো ম্যাচেই আধিপত্য ছিল বার্সার। বল দখলে ছিল ৮০ শতাংশ। স্বাগতিক বার্বাস্ত্রো বেশ কয়েকবার বার্সাকে হতাশ না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।
তার পরেও কোচিং ক্যারিয়ারের শততম জয়ের দেখা পেয়েছেন হানসি ফ্লিক। দারুণ জয়ে বছর শুরু করে নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, নতুন বছর আমাদের এভাবেই শুরু করতে হবে। রক্ষণে আমরা দারুণ ছিলাম। তাদের কোনও সুযোগ দেইনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।