Apan Desh | আপন দেশ

লন্ডন যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০৮, ৬ জানুয়ারি ২০২৫

লন্ডন যাওয়ার আগে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সাক্ষাৎ

গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন সাবেক এ প্রধানমন্ত্রী। দেশ ছাড়ার আগে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা দলীয় প্রধানের সঙ্গে সাক্ষঅৎ করেন। রোববার (০৫ জানুয়ারি) গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। একই সময় দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়াও চেয়েছেন তিনি। সেই সঙ্গে বিএনপি মহাসচিব জানান, দেশ ও জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

বিদেশে যাওয়ার প্রাক্কালে খালেদা জিয়া কোনো নির্দেশনা কিংবা বার্তা দিয়েছেন কিনা- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে, একসঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।

এদিন রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার, মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ারবাসের এ-৩১৯ বিশেষ অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। খালেদা জিয়ার সঙ্গে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল যাবে। যারা যাবেন তারা হলেন তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. সাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমদ, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার। প্রতিনিধিদের তালিকা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়