মোহররম হোসেন মুহিন
বয়স মাত্র ১৭। স্বপ্ন ছিল একদিন লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন। জাতীয় দলের হয়ে খেলার সে স্বপ্ন পুরণের আগেই পরপারে পাড়ি জমালেন মোহররম হোসেন মুহিন। হঠাৎ পেটের ব্যথায় সম্বাবনাময় এ ক্রিকেটারের জীবন প্রদীপ নিভে গেল অকালে।
জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৮ ইয়াং টাইগার্স টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি স্পিনার মুহিন। কিন্তু হঠাৎ পেটের ব্যথায় শুরু হয়। তিনটি হাসপাতাল ঘুরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের এই উদীয়মান ক্রিকেটার।
রোববার (০৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুহিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (০৬ জানুয়ারি) কক্সবাজারে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে খেলার কথা ছিল মুহিনের। বিভাগীয় পর্যায়ে শেষ ম্যাচে মাদারিপুর অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচে নিয়েছিলেন ১৬ উইকেট।
ঢাকা দক্ষিণ দলের জাতীয় পর্যায়ের প্রস্তুতি চলছিল ফরিদপুরে। কিন্তু বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে মুহিনের পেটের ব্যথা শুরু হয়। শুক্রবার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন রাতেই ঢাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে আনা হয়।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় মুহিনকে। তার বড় চাচা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এনায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, হাসপাতালে নেয়ার সময় মুহিনের হৃৎস্পন্দন খুবই কম ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড গঠনের পর সন্ধ্যায় অস্ত্রোপচার শুরু হয়।
তিন ঘণ্টার অস্ত্রোপচারে দেখা যায়, খাদ্যনালী ছিদ্র হয়ে রক্ত ও ফ্লুইড পাকস্থলীতে মিশে গেছে। দীর্ঘ অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেয়া হয়, কিন্তু মুহিন আর জ্ঞান ফেরেনি। রোববার সকালে রাজধানীর হাসনাবাদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গৌরনদীতে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় এ প্রতিভাবান ক্রিকেটারকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।