ফাইল ছবি
রান উৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল) প্রথম পর্ব। এবার চায়ের শহর সিলিটে শুরু হবে চার-ছক্কার জমজমাট লড়াই। সোমবার (০৬ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল।
একাদশ আসরের ঢাকা প্রথম পর্বে উইকেটের আচরণ ছিল যথেষ্ট ভালো। আগের সব বিপিএলে মিরপুরে রান হয় না বলে সবার যে অনুযোগ ছিল, তার কিছুটা হলেও এবার কাটানো গেছে। প্রথম ১৬ ইনিংসের পাঁচটিতেই এসেছে ১৯০+ রান; যার তিনই আবার ছাড়িয়েছে ২০০। কেমন হবে সিলেটের উইকেট-এ নিয়েই এখন সবার কৌতূহল।
ঢাকার মতো সিলেটেও রান উৎসব হবে বলে আশা করছেন কাইল মেয়ার্স। ফরচুন বরিশালের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের এ তারকা বলেন, মাত্র দুটি ম্যাচ হয়েছে। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।
সিলেটে অবশ্য রান হয় সবসময়। বিপিএলে ঢাকার চেয়ে রান রেটে এগিয়েও আছে চায়ের এ শহর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে ওভারপ্রতি রান হয়েছে ৭.৬৫, সিলেটে ৭.৯৩ আর চট্টগ্রামে ৮.২৫ করে।
এবারও ঢাকাকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ সিলেটের। কারণ প্রথম আট ম্যাচে ঢাকায় ওভারপ্রতি রান উঠেছে ৮.৬৬ রেটে। ২০০’র বেশি দলীয় ইনিংস হয়েছে তিনটি আর ব্যক্তিগত সেঞ্চুরি দুটি। সেই ধারাটা কি থাকবে সিলেটে?
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।