Apan Desh | আপন দেশ

অবশেষে দল পেলেন মোসাদ্দেক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০৯, ৬ জানুয়ারি ২০২৫

অবশেষে দল পেলেন মোসাদ্দেক

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত

দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। উশৃঙ্খল জীবন যাপন আর বাজে পারফরম্যান্সের কারণে বর্তমানে জাতীয় দল থেকে অনেকটাই দূরে এ অলরাউন্ডার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পাননি তিনি। অবশেষে কপাল খুলেছে তার।

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস মোসাদ্দেক হোসেনকে অন্তর্ভুক্ত করেছে। ফলে সিলেট পর্বেই মাঠে নামতে পারেন এ ২৯ বছর বয়সী অলরাউন্ডার। তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট। আসিফ হাসানের বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে মোসাদ্দেককে।

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে মোসাদ্দেককে কোনো দল দলে নেয়নি, যা ক্রিকেট বিশ্লেষকদের কাছে বিস্ময়কর লেগেছে। শুধু তাই নয়, বিপিএল শুরুর আগেও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে প্রয়োজন মনে করেনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করা হয়।

গত আগস্টে পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে খেলেছিলেন মোসাদ্দেক। বিপিএলের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠিত হওয়া জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও খেলতে দেখা গেছে তাকে। এরমধ্যে কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা।

বিপিএলের শুরু থেকে প্রায় সব আসরেই খেলেছেন মোসাদ্দেক। তার অফ স্পিন বোলিং বাংলাদেশের উইকেটগুলোতে কার্যকর, সে সঙ্গে মিডল অর্ডারে তার ব্যাটিংও জুতসই এসব আসরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোসাদ্দেকের। তাতে ২১০৮ রান ও ৬৪ উইকেট আছে এ ডানহাতির।

বিপিএলে খুবই বাজে ফর্মে আছে ঢাকা। তিন ম্যাচের সবকটিতেই হেরেছে দলটি। পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে তারা আছে ষষ্ঠ স্থানে। সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপিএল মিশন শুরু হবে সোমবার (০৬ জানুয়ারি)। শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে নামবে অভিনেতা শাকিব খানের দল। ঢাকা পর্বে ভালো করতে না পারলেও সিলেটে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়