লেগ-স্পিনার রিশাদ হোসেন
লেগ-স্পিনে বাংলাদেশের দীর্ঘ দিনের আক্ষেপ ঘুচিয়েছেন রিশাদ হোসেন। জাতীয় দলে আসার পর থেকে এখন পর্যন্ত বেশ ভালোই পারফর্ম করছেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়ার পাশাপাশি বল হাতে বেশ কৃপণ তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ছড়াচ্ছেন আলো।
সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ। চলমান আসরে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদের। কিন্তু একই সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ায় সেখানে খেলা হয়নি এ টাইগার লেগ স্পিনারের।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন রিশাদ। যদিও ফ্র্যাঞ্জাইজিটির শুরুর ম্যাচগুলোতে ছিলেন না তিনি। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এ লেগস্পিনারের কাছে অনেকটা অবধারিতইই ছিল বিগ ব্যাশ প্রসঙ্গ। রিশাদও জানিয়েছেন তার খোলাখুলি উত্তর।
হোবার্টে খেলতে না পারায় আক্ষেপ আছে কি না এমন প্রশ্নে রিশাদ বলেন, আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।
একাদশের বাইরে থাকলেও তার কোনো আক্ষেপ নেই, টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।
দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে কোনো আপত্তি নেই রিশাদের, এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে এটা তো আমার হাতে নেই।
মাত্র সাতদিনের জন্য হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার অনাপত্তিপত্র পেয়েছিলেন রিশাদ। এ মারপ্যাঁচেই আর বিগব্যাশ মাতানো হয়নি তার। হোর্বাট হারিকেন্স রিশাদের জন্য শেষ অবধি অপেক্ষা করে দলে ভেড়ায় আফগানিস্তানের লেগস্পিনার ওয়াকার সালামখাইলকে। তবে বিগব্যাশের আক্ষেপ ঘুচিয়েছেন বিপিএলে জ্বলে উঠে। সুযোগ পেয়েই রিশাদ যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, হারিয়ে যেতে আসেননি তিনি। দেশের ক্রিকেটে রিশাদের লেগ স্পিন বিপ্লব চলছে, চলবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।