ম্যাচ সেরার পুরস্কার হাতে নাহিদ রানা
নাহিদ রানার আগমন বাংলাদেশের ক্রিকেটে নিসন্দেহে সুসংবাদ বয়ে এনেছে। জাতীয় দলে অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন তিনি। অল্প সময়ের মাঝেই বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তরুণ এ পেসার। জাতীয় দলের মতো এবারের বিপিএলেও আলো ছড়াচ্ছেন। গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটারদের বুকে রীতিমত কাঁপন ধরাচ্ছেন নাহিদ।
তার দল রংপুর রাইডার্স টানা পাঁচ ম্যাচেই জয় পেয়েছেন। দলের জয়ে অবদান তো রাখছেনই, সঙ্গে দুর্ভাবনার শঙ্কাও যেন বাড়ছে। ৯ দিনের মধ্যে তাঁরা খেলেছেন পাঁচ ম্যাচ। একজন পেসার হিসেবে তার ওপর দিয়ে ধকলটাও যাচ্ছে বেশ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সে ছাপই স্পষ্ট হলো নাহিদের বোলিংয়ে। যদিও ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। কিন্তু তাঁর বোলিংয়ের মূল অস্ত্র যে গতি, যেটি দিয়ে তিনি বেশি আলোচনায়। এ ম্যাচে গতি কিছুটা কমই ছিল তাঁর স্বভাবজাত থেকে। বোলিংয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন নেই। এদিনও হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কার। পাঁচ ম্যাচের মধ্যে সেরা হয়েছেন দুই ম্যাচেই।
শুধু বিপিএল নয়, জাতীয় দলেও ভালো করায় বর্তমানে নাহিদের প্রশংসায় পঞ্চমুখ সংবাদ মাধ্যম। তবে নাহিদ এসব থেকে দূরে থাকছেন। প্রশংসা কানে না নিয়ে এগিয়ে যেতে চান এ তরুণ পেসার। তিনি বলেন, মানুষের প্রশংসা শুনতে ভালো লাগে। এটা স্বাভাবিক। কিন্ত আমি এ থেকে দূর থাকছি। আমার মনে হয় যে যদি প্রশংসাগুলো কানে না নেই তবে পারফরম্যান্স করার জন্য নিজেকে আরও ভালো ভাবে উজ্জীবিত রাখতে পারব।
নাহিদ যোগ করেন, নিজেকে আমি কোনও তারকা মনে করছি না। আমি আপনাদের মতোই মানুষ। সেটা ভেবে নিয়ে স্বাভাবিক থাকছি।
নাহিদ বাড়তি চাপ নিতে চান না। তাই সময় যেভাবে এগিয়ে নিচ্ছে সেভাবেই উপভোগ করছেন। সম্প্রতি বোলিংয়ে ভালো পারফরম করে চারিদিক থেকে প্রশংসা পেলেও নাহিদ শুধু নিজের বোলিংয়ে মনোযোগ রাখছেন।
এ পেসার জানিয়েছেন, মিরপুরের উইকেটও ভালো ছিল। সিলেটের উইকেটও ভালো। উইকেট থেকে সুবিধা পাচ্ছি, নিজের বোলিংটা ভালো হচ্ছে, দল থেকেও অনেক সমর্থন পাচ্ছি সব মিলিয়ে উপভোগ করছি সময়টা। বাইরে আমাকে নিয়ে কী কথা হচ্ছে সেটা নিয়ে ভাবছি না বা সেসব ভেবে চাপ নিচ্ছি না।
ফাস্ট বোলারদের সাধারনত চোটে পড়ার ঝুঁকি থাকে। বিশেষ করে যারা গতি দিয়ে বল করে থাকেন তাদের ঝুঁকিটা বেশি। এমন প্রশ্নে নাহিদ বলেন, প্রথমে যেটা বললেন যে, চোট। ধরেন, মানুষ যুদ্ধে নামলে গুলি খেতে হয়। ক্রিকেট খেলতে আসলে চোটে পড়বো। আর যেটা মেইনটেইনের কথা বলছিলেন, ফিটনেস, এগুলো সব নিজে মেইনটেইন করছি। আর বিসিবি যেসব শিডিউল দিয়েছে, ওগুলো মেনে কাজ করার চেষ্টা করছি। সামনে যা হবে আলহামদুলিল্লাহ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।