Apan Desh | আপন দেশ

থিকশানার হ্যাটট্রিকেও জয় পায়নি দল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৮ জানুয়ারি ২০২৫

থিকশানার হ্যাটট্রিকেও জয় পায়নি দল

ছবি: ইন্টারনেট

বছরের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেও দিন শেষে হার নিয়ে মাঠ ছাড়তে হলো লঙ্কান বোলার মাহিশ থিকশানাকে। হ্যামিল্টনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।

গত শনিবার সিরিজের প্রথম ম্যাচেও ৯ ইউকেটে হেরেছিলো লঙ্কানরা। এতে এক ম্যাচ হাতে রেখেই ( ২-০) সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

হ্যামিল্টনে বুধবার (০৮ জানুয়ারি) বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়াতে দেরি করায় খেলা ৩৭ ওভারে নেমে আসে। টস জিতে শ্রীলঙ্কা শুরুতে বল করার সিদ্ধান্ত নিলে দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটিতে রাচিন রবিন্দ্র এবং মার্ক চ্যাপম্যান উভয়েই ক্রিজে নিখুঁতভাবে ডেলিভারি ।

২০তম ওভারে থিকশানার বলে সাজঘরে ফেরেন তিনি। রাভিন্দ্রাও খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ফেরার আগে তিনটি বাউন্ডারিতে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ১৫০এর ঘরে নিয়ে যান, যেটি জয়ের ভিত গড়ে দেয়। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

২৩তম ওভারের শেষ দিকে তাকে মাঠ থেকে ফেরায় হাসারাঙ্গা। এরপর ড্যারিল মিচেলের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। শেষ ৭ ওভারে কিউইরা তুলতে পারে ৪৪ রান। শ্রীলঙ্কার হয়ে ৪৪ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন মাহিশ থিকসানা।

শ্রীলঙ্কার সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তিনি। তিনবার পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দুইবার চামিন্দা ভাস।

জবাবে ব্যাট করতে নেমে ২২ রান করতেই ৪ উইকেট হারায় সফরকারীরা। এরপর কামিন্দু মেন্ডিসের ফিফটি কোনো রকমে ১৪২ রান তুলেছে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেট জুটিতে কামিন্দু জানিত লিয়ানেগের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন। লিয়ানাগে ২২ করে ফিরলে চামিন্দু বিক্রমসিংহের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর ১৬ রানেই শেষ ৫ উইকেট হারায়।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৩৭ ওভারে ২৫৫/৯ (রবীন্দ্র ৭৯, চ্যাপম্যান ৬২, মিচেল ৩৮; তিকশানা ৪/৪৪, হাসারাঙ্গা ২/৩৯)।

শ্রীলঙ্কা: ৩০.২ ওভারে ১৪২ (কামিন্দু ৬৪, লিয়ানেগে ২২; ও’রুর্ক ৩/৩১, ডাফি ২/৩০)
ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়