তামিম ইকবাল
দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। ২০২৩ সালের সেপ্টেম্বরের পরে আর লাল সবুজ জার্সি গায়ে জড়াননি ড্যাশিং এ ওপেনার। চব্বিশ বিদায় নিয়েছে, এখন চলছে পঁচিশ সাল। এর মাঝে ঘটে গেছে নানা নাটকীয় ঘটনা।
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি দেশের অন্যতম সেরা এ ব্যাটার। কবে ফিরবেন, নাকি ফিরবেন না তামিমের কাছে প্রায়শই ধেয়ে আসে এ প্রশ্ন। আরও জানতে চাওয়া হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কি না।
এখন অবধি সরাসরি উত্তর দেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। একই প্রশ্নের উত্তর নেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিংবা নির্বাচক প্যানেলের কাছেও। ক'দিন আগে অবশ্য জাতীয় দলে না ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম।
বিপিএলে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে এসেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের এক ভিডিওতে আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম জানান, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না। তবে সেটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। তাই এখনো তার ফেরার বিষয়ে আশাবাদী বোর্ড। ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে বর্তমানে সিলেটে রয়েছেন তামিম।
সেখানে বরিশালের টিম হোটেলে তামিমের সঙ্গে আলোচনা করেন জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে আলোচনাতে চূড়ান্ত কিছু জানাতে পারেননি তামিম। পরিবারের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নিবেন বলে জানান লিপু।
কী ধরণের আলোচনা হয়েছে তা বর্ণনা করে সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেন, আজ আমরা, নির্বাচক প্যানেল, তামিম ইকবালের সঙ্গে একটি বৈঠক করেছি। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেছি। আমরা ক্রিকেট নিয়েও কথা বলেছি, যেহেতু আমরা সবাই সাবেক ক্রিকেটার, যদিও এখন নির্বাচকের ভূমিকা পালন করছি।
লিপু যোগ করেন, সামনে আমাদের একটি বড় টুর্নামেন্ট আছে। কিন্তু এমন সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নেয়া সম্ভব নয়। এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা এখানে বোর্ডের প্রতিনিধি হিসেবে এসেছি। কিন্তু এমন ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ একজন খেলোয়াড়ের তার পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয় কোচের সঙ্গে আলোচনা করার বিষয় থাকে, যা সিদ্ধান্ত গ্রহণের আগে প্রয়োজন।
আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী রোববারের (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে বিসিবিকে। চাইলে দল ঘোষণার পরও পরিবর্তন আনার সুযোগ রয়েছে পরের এক মাসেও। তবে দিন দুয়েকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তামিম। এদিন তামিমের সঙ্গে কথা বলতে সিলেটে আসেন প্রধান নির্বাচক লিপু। বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার আগে থেকেই ছিলেন সিলেটে। সকাল ১১টার দিকে বৈঠক শুরুর পর লম্বা সময় ধরে আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে তামিমকে ফেরার অনুরোধ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
প্রধান নির্বাচকের আশা আগামী দুয়েকদিনের মাঝে সবটা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, নির্বাচকেরা বোর্ডের পক্ষ থেকে জানতে চেয়েছি প্রক্রিয়ার জন্য তিনি অ্যাভেইলেবল আছেন কি না। উত্তর পুরোপুরি পাইনি। আশা করি এক-দুই দিনের মধ্যে সবটা পরিষ্কার হব।
দুয়েদিনের মাঝে তামিমকে নিয়ে উত্তর পাওয়ার আশা করা হলেও সাকিবকে নিয়ে ইতিবাচক কিছু জানাতে পারেননি গাজী আশরাফ। কদিন আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে এবং এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলবেন। তবে সাকিবকে নিয়ে কোন দিক নির্দেশনা পাননি গাজী আশরাফ। তিনি বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।
এদিকে গত বছর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় অবৈধ বোলিং অ্যাকশনের গ্যাঁড়াকলে পড়েন সাকিব আল হাসান। বার্মিংহামে পরীক্ষা দিয়ে উতরে যেতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে সব ধরনের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে বাঁহাতি স্পিনারের বোলিং। ক'দিন আগে চেন্নাইতে পরীক্ষা দিলেও সেখানে পাস করতে পারেননি সাকিব। এ নিয়ে গাজী আশরাফ বলেন, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু শকিং।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এ গ্রুপে তাদের পরবর্তী দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।