সংগৃহীত ছবি
বছরখানেক ধরে ব্যাট হাতে ছন্দে নেই লিটন দাস। আর এ ছন্দহীনতার কারণে এবার ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়লেন তিনি। বিপিএলে লিটনের সেরা ফর্ম পাওয়া যাচ্ছে না। ফলে দলের প্রাথমিক একাদশে তার জায়গা হয়নি।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। এ ছাড়া সবশেষ ম্যাচ খেলা হাবিবুর রহমান সোহানও নেই একাদশে। আমির হামজাকে সরিয়ে ফেরানো হয়েছে স্টিফেন এস্কিনাজি ও ফারমানউল্লাহ শাফিকে।
ঢাকা ক্যাপিটালস- থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, স্টিফেন এস্কিনাজি, মুস্তাফিজুর রহমান, জেসন রয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, নাজমুল ইসলাম অপু, মোসাদ্দেক হোসেন সৈকত ও ফারমানউল্লাহ শাফি।
চিটাগং কিংস- মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হাসান, গ্রাহাম ক্লার্ক, ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।