Apan Desh | আপন দেশ

মোহামেডানকে চ্যালেঞ্জ জানাতে পারবে রহমতগঞ্জ?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:৫০, ১০ জানুয়ারি ২০২৫

মোহামেডানকে চ্যালেঞ্জ জানাতে পারবে রহমতগঞ্জ?

ফাইল ছবি

ফেডারেশন কাপের দুঃখ ভুলে ফের মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এবার সাদা কালো দলের সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান ধরে রাখার চ্যালেঞ্জ। লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে শুক্রবার (১০ জানুয়ারি) বেলা পৌনে ৩টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হতে যাচ্ছে মোহামেডান। তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আজকের ম্যাচটি। কারণ জিততে পারলে শীর্ষে উঠে যাবার সুযোগ থাকছে রহমতগঞ্জের।

মাত্র দু'দিন আগে এ ভেন্যুতেই চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাদা- কালোদের। একদিকে মোহামেডানকে পেছনে ফেলে টেবিল টপে উঠে যাবার সুযোগ থাকছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জের। যদিও সেক্ষেত্রে গোলগড়ও একটি বড় বিষয় হয়ে দাড়াবে। 

নিজেদের মাঠে ফেডারেশনকাপের হতাশা ভুলে আজ ঘুরে দাড়াতে হবে মোহামেডানকে। তা না হলে একদিকে তাদের হারাতে হবে অপরাজিত থাকার তকমা, অন্যদিকে নেমে যেতে হতে পারে টেবিলের দ্বিতীয় স্থানে। গত রাউন্ডে দুর্বল দল ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-১ গোলে জিতেছে রহমতগঞ্জ। অন্যদিকে মোহামেডান গত ষষ্ঠ রাউন্ডে ৫-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

শীর্ষ স্থান, অপরাজিত থাকার তকমা ধরে রাখা, হোম ভেন্যুতে সমর্থকদের মন রাখা সব মিলে দারুণ স্নায়ুর চাপে পড়তে হচ্ছে আলফাজ আহমেদের শিষ্যদের। অন্যান্য মৌসুম থেকে এবারের প্রিমিয়ার ফুটবল লিগের চিত্রটা একটু ভিন্ন। কারণ বিগত কয়েকটি মৌসুমে শিরোপা লড়াইটা হতো বসুন্ধরা আর ঢাকা আবাহনীর মধ্যেই। কিন্তু এবারের মৌসুমে ঐ দুই দল সেরা পাঁচের মধ্যে থাকলেও আধিপত্য বেশি মোহামেডান আর রহমতগঞ্জের। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারের মুখ না দেখে ৬টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। সমান ম্যাচে ৫ জয় আর এক হারে ১৫ পয়েন্ট নিয়ে সাদা-কালোদের ঘারে নিঃশ্বাস ফেলছে রহমতগঞ্জ। 

সব কিছু ছাপিয়ে এ ম্যাচে মোহামেডানের আত্মবিশ্বাস হতে পারে লিগে তাদের টানা জয়। তাছাড়া নিজেদের ঘরের মাঠে দর্শক সমর্থন তো থাকছেই। আর রহমতগঞ্জের বড় অনুপ্রেরণা হতে পারে ফেডারেশন কাপ। কারণ ঐ টুর্নামেন্টে মোহামেডান মোটেই ভালো করতে পারেনি। রহমতগঞ্জের কাছে ১-০ গোলের হার দিয়েই ঐ টুর্নামেন্ট শুরু হয়েছিল সাদা- কালোদের।

এখন দেখার বিষয় মোহামেডানকে হারিয়ে দিতে পারে কিনা পুরানো ঢাকার দলটি। নাকি পয়েন্ট অর্জন করে শীর্ষস্থানটি নিজেদের দখলেই রাখতে পারে মোহামেডান। একই দিনে আরো দু'টি ম্যাচ হবে লিগে। বেলা পৌনে ৩টায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ওয়ান্ডারার্স খেলবে ব্রাদার্সের বিপক্ষে। কিংস অ্যারেনাতে বিকাল সাড়ে ৫টায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়