Apan Desh | আপন দেশ

গ্র্যান্ডমাস্টার হতে বিসিবির দ্বারে নীড়-ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ১০ জানুয়ারি ২০২৫

গ্র্যান্ডমাস্টার হতে বিসিবির দ্বারে নীড়-ফাহাদ

দাবাড়ু মনন রেজা নীড় ও ফাহাদ রহমান

দেশের প্রতিশ্রুতিশীল উদীয়মান দুই দাবাড়ু ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। দুজনেই বর্তমানে আন্তর্জাতিক মাস্টার (আইএম)। গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার জন্য বিভিন্ন নর্ম টুর্নামেন্ট খেলে যাচ্ছেন তারা। সে লক্ষ্যে চলতি বছর তাদের জিএম হওয়ার জন্য বিদেশি কোচের অধীনে অনুশীলন ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠাতে চাইছে বাংলাদেশ দাবা ফেডারেশন। 

এ পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন। নিজেদের তহবিল নেই। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ১ কোটি টাকা চেয়ে আবেদন করেছে দাবা ফেডারেশন। শুধু দুজন দাবাড়ুই নন, অন্য যারা দাবাড়ু আছেন, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। ছেলে ও মেয়েদের জন্য টুর্নামেন্ট তো হবেই। বিদেশি কোচও থাকবে সবার জন্য। পুরো পরিকল্পনা লিখিত আকারে বিসিবির কাছে পাঠানো হয়েছে। 

দাবা ফেডারেশন আশাবাদী, বিসিবি তাদের সাহায্য করবে। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে বিসিবি সবচেয়ে ধনী। অতীতে দেখা গেছে বিসিবি অন্য ফেডারেশন কিংবা খেলোয়াড়-সংগঠকদের সাহায্য করেছে। তাই দাবা ফেডারেশনও আশাবাদী, গ্র্যান্ডমাস্টার তৈরিতে বিসিবি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন বলেছেন, আমরা দাবার উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছি। সে আলোকে গ্র্যান্ডমাস্টার তৈরির জন্য বিসিবির কাছে এক কোটি টাকার সাহায্য চাওয়া হয়েছে।

তিনি বলেন, অর্থ পেলে দাবাড়ুদের বিদেশি কোচদের দিয়ে অনুশীলন ছাড়াও তাদেরকে একাধিক টুর্নামেন্টে পাঠানো হবে। যাতে করে ফাহাদ কিংবা নীড় দ্রুত গ্র্যান্ডমাস্টার হতে পারে। এছাড়া অন্য যারা আছে, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। আশা করছি বিসিবি আমাদের ডাকে সাড়া দেবে। আমরা সে আশায় আছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়