
ছবি : আপন দেশ
ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের আসর বসবে ২০ ফেব্রুয়ারি। তারপরই ভারতে শুরু হবে নারী কাবাডি বিশ্বকাপ। বৈশ্বিক দুই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তারই প্রস্তুতি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সে ক্যাম্পে বগুড়ার প্রতিভাবান দুই নারী খেলোয়াড়।
তারা হলেন বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের হয়ে খেলা ইসরাত জাহান সাদিকা এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছমিতা আক্তার ঐশী। সাদিকা বগুড়া শহরের বৃন্দাবন উত্তর পাড়ার আব্দুল কাদের রনির মেয়ে ও ঐশী বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার আতাউর রহমানের মেয়ে।
আগামী ২০-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ এবং মার্চে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ নারী কাবাডি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্ট দুটিতে ভালো ফলাফলের লক্ষ্যে গত শুক্রবার (১০ জানুয়ারি) থেকে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারী কাবাডি দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ।
সাদিকা ও ঐশীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের দুইজনের ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলার, সে স্বপ্ন ইনশাহ্আল্লাহ পূরণ হতে যাচ্ছে। আর তারা এতে বর্তমানে এত খুশি যে অনুভুতি প্রকাশ করার মত নয়।
বগুড়া কাবাডি একাডেমির সভাপতি জাহিদ হাসান জানান, বগুড়ায় কাবাডি একাডেমি চালু হওয়ার পর থেকে বগুড়ায় কাবাডিতে ছেলেরা ও মেয়েরা অনেক এগিয়ে গেছে। বগুড়ার এ দুই নারী খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ জেলা তথা দেশের জন্য গর্বের বিষয়। আমরা তাদের সফলতা কামনা করি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।