বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল: ফাইল ছবি
চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসছে পাকিস্তানে। তবে ভারতের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। হাইব্রিড মডেলে হতে যাওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টে অংগ্রহণের লক্ষ্যে এরইমধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ। রোববার (১২ জানুয়ারি) স্কোয়াড দেয়ার কথা বাংলাদেশের।
নানা জল্পনা কল্পনার পর চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার দুই দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। শনিবার (১১ জানুয়ারি) নিষিদ্ধ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে। ব্যাটার হিসেবে খেলতে পারবেন তিনি। ফলে এ দুই ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। এ ছাড়াও দলে থাকছেন না লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা চার ক্রিকেটার।
জানা গেছে এদিন দুপুরে ঘোষণা হবে চ্যাম্পিয়নস ট্রফির দল। ঘোষিত দলে যেহেতু ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে, নির্বাচকেরা আপাতত সাকিবকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব অ্যাকশনের বৈধতা পান, তাহলেই কেবল সুযোগ হতে পারে তার চ্যাম্পিয়নস ট্রফির দলে ঢোকার।
বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শোনা যাচ্ছে, লিটনের বদলে দলে জায়গা পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও পেসার শরিফুল ইসলাম। পেসার হাসান মাহমুদও থাকছেন না এ স্কোয়াডে। তার পরিবর্তে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার অপেক্ষায় পেসার নাহিদ রানা। চোট কাটিয়ে দলে ফিরছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।