Apan Desh | আপন দেশ

লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ১২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৩৯, ১২ জানুয়ারি ২০২৫

লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

লিটন দাস : ফাইল ছবি

অবশেষে আইসিসির বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল বাংলাদেশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈশ্বিক এ টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর উপর আস্থা রাখা হয়েছে।

অবসরের কারণে তামিম ইকবাল এবং বোলিং নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসান থাকবেন না এটা নিশ্চিতই ছিল। তবে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাস। পাশাপাশি বাদ পড়েছেন শরিফুল ইসলামও। মুশফিকুর রহিমের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেলেও ফর্মহীনতার কারণে লিটন দাস তার জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। একইভাবে ধারাবাহিক পারফর্ম না করায় পেসার শরিফুল ইসলামের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হচ্ছে না।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। টুর্নামেন্ট চলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

বাংলাদেশের স্কোয়াড : তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়