Apan Desh | আপন দেশ

রিয়ালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৭, ১৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০৮:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫

রিয়ালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন বার্সেলোনা

ছবি : সংগৃহীত

চৌদ্দতম বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনাকে ছোঁয়ার স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। পাশাপাশি লস ব্লাঙ্কোসদের জন্য এটি ছিল প্রতিশোধের ম্যাচও। কারণ, গত বছরের অক্টোবরে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। আড়াই মাসের ব্যবধানে আবারও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু বছরের প্রথম এল ক্লাসিকোতে এমবাপ্পে-রাফিনিয়ারা দশ জনের বার্সার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। রিয়ালের স্বপ্ন গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে কাতালানরা। 

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপারকোপার ফাইনাল ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় নিশ্চিত করেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়া দুই দল রোমাঞ্চে ভরপুর একটি ম্যাচ উপহার দিয়েছে ভক্তদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে চমৎকারভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ২২তম মিনিটে লামিন ইয়ামাল দুর্দান্ত ড্রিবলিংয়ের মাধ্যমে বার্সাকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পর গাভির উপর ক্যামাভিঙ্গার ফাউলের কারণে পেনাল্টি পায় বার্সেলোনা, যেখানে রবার্ট লেভানডফস্কি গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর বাকি সময় বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ম্যাজিক দেখান। তিনি এদিন ছিলেন অনবদ্য। ৩৯ মিনিটে তার হেড থেকে আসে তৃতীয় গোল। এর পর তার পাস থেকে প্রথমার্ধের ১০ মিনিট অতিরিক্ত সময়ে বালডে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। প্রথমার্ধে বার্সেলোনা ৪-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া আবার গোল করে ম্যাচকে রিয়ালের নাগালের বাইরে নিয়ে যায়। তবে ৫৬তম মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। গোলরক্ষক শেজনি এমবাপ্পেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরবর্তীতে রদ্রিগোর ফ্রি-কিক গোল করে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধান এনে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। তবে ম্যাচে আর কোনো গোল আসেনি।

রাফিনিয়া ম্যাচে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেলিংহাম এবং ভ্যালভার্দে নিজেদের মান অনুযায়ী খেলতে ব্যর্থ হন।

বার্সেলোনার এই জয়ে তাদের সুপারকোপা শিরোপার সংগ্রহের সাথে রিয়ালের ওপর তাদের সাম্প্রতিক কতৃত্ব আরো সমৃদ্ধ করলো। রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল হতাশাজনক একটি দিন। হানসি ফ্লিকের দল এই জয়ের মাধ্যমে নিজেদের দাপট পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং বার্সাপ্রেমীদের জন্য উপহার দিয়েছে একটি স্মরণীয় ম্যাচ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়