ইনিগো মার্তিনেজ।
স্প্যানিশ সুপারকাপের ফাইনালটা বেশ ভালোই গিয়েছে বার্সেলোনার জন্য। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়েই দিয়েছে ৫-২ গোলের বড় জয়ে। সঙ্গে পেয়েছে হ্যান্সি ফ্লিক যুগের প্রথম শিরোপার দেখা। তবে এ ম্যাচেই একটা বড়সড় দুঃসংবাদও আছে বার্সেলোনার জন্য। দলের রক্ষণভাগের বড় ভরসা ইনিগো মার্তিনেজও পড়েছেন ইনজুরির কবলে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে ছিলেন শুরুর একাদশে। ২৯ মিনিটেই যদিও মাঠ ছাড়তে হয় অস্বস্তির কারণে। স্প্যানিশ সংবাদমাধ্যম এসএ-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সি এ ফুটবলারের ডান পায়ের ফিমোরাল বাইসেপসে পেশিতে চিড় ধরেছে তার। যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে স্প্যানিশ এ ডিফেন্ডারকে।
মার্টিনেজের ইনজুরিতে বড় ধাক্কা খেলো বার্সেলোনা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলেছেন তিনি। হ্যান্সি ফ্লিকের বর্তমান প্লেয়িং স্টাইলের বড় অংশই ছিলেন ৩৩ বছর বয়েসী এ স্প্যানিশ ডিফেন্ডার। ট্রিবিউনাসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, অন্তত দেড়মাসের জন্য তার সার্ভিস পাবে না বার্সেলোনা। এসময় তাদের সূচিতে আছে ৯ ম্যাচ। যেখানে রিয়াল বেতিস, ভ্যালেন্সিয়া এবং সেভিয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। চ্যাম্পিয়ন্স লিগে আছে আতালান্টা এবং বেনফিকার বিপক্ষে ম্যাচও।
এদিকে প্রাপ্তিও খানিক আছে বার্সার। ইনজুরি কাটিয়ে সুপার কাপের ফাইনাল দিয়েই মাঠে ফেরেন আরেক ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, বার্সা ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন তিনি। তবে রোববার সে গুঞ্জন উড়িয়ে দেন বার্সা কোচ।
ইনিগো মার্তিনেজ ছাড়াও বার্সেলোনার স্কোয়াডে এই মুহুর্তে ইনজুরিতে আছেন দলের মূল গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। জার্মান এ গোলরক্ষক অবশ্য পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গিয়েছেন এসিএল ইনজুরির কারণে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।