Apan Desh | আপন দেশ

তাবিথ আউয়ালের সঙ্গে কি কথা হলো হামজার 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ১৬ জানুয়ারি ২০২৫

তাবিথ আউয়ালের সঙ্গে কি কথা হলো হামজার 

হামজা চৌধুরীর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলোয়াড় হামজা চৌধুরী এখন বাংলাদেশি ফুটবলার। চলতি বছরের মার্চে লাল সবুজের জার্সিতে অভিষেকের অপেক্ষায় লেস্টার সিটির এ তারকা। তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা সেরে নিলেন হামজা। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সেখানে গেছেন দলটির নির্বাহি কমিটির সদস্য তাবিথ আউয়াল। গত বুধবার তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।

তাবিথ আউয়ালের পাশাপাশি বাফুফে নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও এ মুহূর্তে লন্ডন অবস্থান করছেন। দুই জনই লন্ডন থেকে লেস্টারে গিয়ে হামজার খেলা দেখেছেন। লন্ডন থেকে লেস্টার ২ ঘণ্টার বেশি দূরত্ব। ইংল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ ছিল। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সম্প্রতি ফুটবলে তার এসোসিয়েশন ইংল্যান্ড পরিবর্তন করে বাংলাদেশ করেছেন। ফিফার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। 

২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। বুধবার বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সে ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়