Apan Desh | আপন দেশ

অনুশীলনে তসকিনরা, যা বললেন অপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ১৬ জানুয়ারি ২০২৫

অনুশীলনে তসকিনরা, যা বললেন অপি

অনুশীলনে ফিরেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা

পারিশ্রমিক ইস্যুতে প্রতিবারই বিতর্ক হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এবারও তার ব্যাতিক্রম হয়নি। বরং আগের আসরের চেয়ে আরও বেশি দাগ লেগেছে এবার। ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছেন, ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছিলেন। তবে পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে আপাতত অনুশীলনে ফিরেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালেই অনুশীলনে ফিরেছেন দলটির ক্রিকেটাররা। রাজশাহীর অব্যবস্থাপনা নিয়ে অনুশীলন শেষে কথা বলেছেন দলটির ম্যানেজার মেহেরাব হোসেন অপি। তিনি বলেন, পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলে। বিপিএল তাদের আয়ের বড় উৎস। ৩ তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল। খেলার মাঠেই তার (মালিক) স্ত্রী অসুস্থ হন। বুকে বলের আঘাত লাগে। তিনি দেশের বাইরে যাওয়ায় পেমেন্ট দেরি হয়। গতকাল কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই ২৫ শতাংশ পেমেন্ট হয়ে যাবে।

পারিশ্রমিকের ৫০ শতাংশ অর্থ আজই পেতে যাচ্ছেন ক্রিকেটাররা দাবি অপির, পেমেন্ট হয়ে যাওয়া মাত্রই, খেলোয়াড়দের আয়ের উৎস ভালো থাকলে মাঠে পারফরম্যান্সে প্রতিফলন ঘটে। আগামীতে ইনশাআল্লাহ পথচলা যাতে সুন্দর হয়।

ক্রিকেটারদের কিট ব্যাগ না থাকার ব্যাখ্যায় অপির ব্যাখ্যা, কিট ব্যাগ ভারত থেকে অর্ডার করেছিলাম। হেলমেট, প্যাড ও গ্লাভস এসেছে। কিট ব্যাগ আনা হয়নি, বড় একটা কারণ ছিল। ইমিগ্রেশন থেকে ছাড়পত্র হয়নি। অন্যান্য দল হয়ত আরও আগে থেকে শুরু করেছিল। আমরা অনেক দেরিতে শুরু করেছি, যখন ঘনিয়ে আসে বিপিএল তখন অর্ডার করি।

ক্রিকেটাররা গতকাল পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করলেও ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল বিশ্রাম। অপি জানান, বিপিএল আয়ের উৎস, আয় না থাকলে মান-অভিমান চলে আসে। সেখান থেকে খেলোয়াড়রা এ সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তাদের বিশ্রামের জন্যই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়