Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়নস ট্রফির আগে কোচ হারাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৫, ১৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:৫৫, ১৭ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির আগে কোচ হারাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাস

চ্যাম্পিয়নস ট্রফির আসর মাঠে গড়াতে আর খুব বেশিদিন দেরি নেই। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের। এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশ কয়েকটি দেশ। স্কোয়াড দিয়েছে বাংলাদেশও। লাল সবুজ দলের কোচিং স্টাফ হিসেবে নাম ছিল টাইগারদের সহকারী কোচ নিক পোথাসের। 

কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এ দক্ষিণ আফ্রিকান। মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোথাস নিজেই এ তথ্য জানিয়েছেন।

২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগ মুহূর্তে এসে বাংলাদেশ ছাড়লেন এ প্রোটিয়া কোচ। ফেসবুকে এক পোস্টে তিনি চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আই উইল মিস ইউ।’

নিক পোথাস লিখেছেন, সব ভালো জিনিসের মতো আমার এ অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।

২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন নিক পোথাস। তার আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন এ প্রোটিয়া। প্রধান কোচের দায়িত্ব ছাড়াও সহকারী কোচ, ফিল্ডিং কোচের ভূমিকায়ও দেখা গেছে পোথাসকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়