Apan Desh | আপন দেশ

সবার আগে প্লে অফে অপ্রতিরোধ্য রংপুর

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ১৮ জানুয়ারি ২০২৫

সবার আগে প্লে অফে অপ্রতিরোধ্য রংপুর

রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিগত দশ আসরে একবারই ফাইনালে উঠেছিল রংপুর রাইডার্স। ২০১৭ সালে হওয়া সে ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জিতেছিল। চলমান একাদশ আসরেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ফ্যাঞ্জাইজিটি। এখনও পর্যন্ত ৮ ম্যাচে খেলে সবক’টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। শুধু তাই নয়,  সবার আগে প্লে অফে পৌঁছে গেছে তারা।

গত বছরের ৩০ ডিসেম্বর মিরপুরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল রংপুর। ঢাকার ঘরের মাঠে স্বাগতিকদের ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায় ৩৯ রানে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে রংপুর। সেটাও ৩০ বল আর ৮ উইকেট হাতে রেখে দাপুটে এক জয়ে। এরপর ফিরতি ম্যাচেও যথাক্রমে সিলেট, ঢাকা ও বরিশালকে হারায় রংপুর।

খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দেখায় বেশ জমজমাট লড়াই হয়েছে রংপুরের। তবে শেষ হাসিটা রংপুরের মুখেই ছিল। শেষ পর্যন্ত ৮ রানের জয় পায় তারা। শুক্রবার (১৭ জানুয়ারি) চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করেছে সোহানের দল।

পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বরিশাল। ৬ ম্যাচ খেলে তাদের নামের পাশে আছে ৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে দুর্বার রাজশাহী। এরপরে আছে যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়