
ছবি: ইন্টারনেট
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বাঙ্গিতে চলমান ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আকতার।
আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে নেপালের অনূর্ধ্ব-১৯ নারী দলকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।
তবে নেপালের মেয়েদের ৫২ রানে অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ফিল্ডারদের। ৫জন ব্যাটার রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সোবা।
নেপালের মেয়েদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন এবং ১০ রান করেন সিমানা কেসি। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২। ৪ রান করে সুমাইয়া আক্তার, ১ রানে ফাহমিদা ছোঁয়া এবং ২ রানে রানআউট হন জুয়াইরিয়া ফেরদৌস। ৯ রানে সাদিয়া ইসলাম এবং ৬ রানে ব্যাট করছেন অধিনায়ক সুমাইয়া।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।