Apan Desh | আপন দেশ

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:৩৭, ১৯ জানুয়ারি ২০২৫

সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাকিব আল হাসান

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় রোববার (১৯ জানুয়ারি) তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। 

জানা যায়, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও দুই জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

তারা হলেন, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা। 

এর আগে একই অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন আদালত সমন জারি করেছিল। সেসময় সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক।

মামলার সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 

 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়