বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ক্রিকেটার সাকিব আল হাসান
ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্যেদিয়ে শেষ হয়েছে দুই মাসব্যাপী জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর ও সিলেটের মধ্যকার ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নব্বইয়ের দশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য ছিলেন সাবেক এ মন্ত্রী।
দীর্ঘদিন পর রোববার (১৯ জানুয়ারি) রাতে মিরপুর স্টেডিয়ামে পা রাখেন মির্জা ফখরুল ইসলাম। একই দিন বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা।
স্বাভাবিক ভাবেই সাকিব আল হাসানের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিবের কাছে। তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। এটা আমার সাবজেক্ট নয়।
তবে কোনো খেলোয়াড়ের অবসর না নেয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে ক্যারিয়ার শেষে যেকেউ চাইলে রাজনীতি করতে পারে বলে মনে করেন ফখরুল।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না। এবং যেটা চলমান অবস্থাতেও না। ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। এবং এ অধিকার মানুষের সকলেরই থাকা উচিত।
দীর্ঘ সময় পর ক্রিকেট বোর্ডে এসেছেন মির্জা ফখরুল। কত দিন পর এলেন, তিনি নিজেও মনে করতে পারেননি, বহুদিন পর এলাম। আমার ঠিক মনেও নেই। ১৯৯১ সালে বোর্ড সদস্য হয়েছিলাম।
মির্জা ফখরুল দীর্ঘ সময় পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হন। তিনি জানান, ১৯৯১ সালে বোর্ডের সদস্য হওয়ার অনেকদিন পর তিনি স্টেডিয়ামে এসেছেন।
গত পাঁচ মাসে সাকিব আল হাসানের জন্য সময়টা বেশ কঠিন গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতায় পরিবর্তনের পর থেকে বিভিন্ন মামলায় তার নাম জড়িয়েছে। চেক প্রতারণার পাশাপাশি পুঁজিবাজার কারসাজির অভিযোগে তার বিরুদ্ধে ৫০ লাখ টাকার জরিমানা করা হয়।
এছাড়া, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয় এবং তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও বাদ দেয়া হয়। এই ধারাবাহিক সমস্যার নতুন সংযোজন হলো তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।