Apan Desh | আপন দেশ

গাউফের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে বাডোসা 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ২১ জানুয়ারি ২০২৫

গাউফের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে বাডোসা 

কোকো গাউফ ও পাউলা বাডোসা

প্রত্যেক টেনিস তারকাই স্বপ্ন দেখেন গ্র্যান্ড স্লাম জয়ের। কোকো গাউফও এমন স্বপ্নে বিভোর ছিলেন। সে আকাঙ্ক্ষা নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে এসেছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে তার স্বপ্ন ভেঙে অঘটনের জন্ম দিয়েছেন পাউলা বাডোসা। 

গাউফকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছেন তিনি। জিতেছেন ৭-৫, ৬-৪ গেমে। 

প্রথমবার সেমিফাইনালে পৌঁছানো বাডোসা আবার স্প্যানিশ নারী হিসেবে মেলবোর্নে এমনটা করলেন ২০২০ সালের পর। সর্বশেষ শেষ চারে নাম লিখিয়েছেন গারবিন মুগুরুজা। 

জয়ের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন বাডোসা, আমি কিছুটা আবেগ আপ্লুত। ব্যক্তিগত ভাবেও আমি আবেগ প্রবণ। নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। মনে হয়, সেটা করে দেখিয়েছি।

১১তম বাছাই বাডোসা র‌্যাংকিংয়ে একশ জনেরও বাইরে! এক বছর আগেও পিঠের চোটে অবস্থা এমন ছিল যে, অবসর ভাবনাও চলে এসেছিল তার। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটাতে পেরে আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি, এক বছর আগেও এখানে পিঠের সমস্যা নিয়ে এসেছি। অবস্থা এমন ছিল যে, এখান থেকে অবসর নিবো কিনা। কিন্তু আমি আজ এখানে বিশ্বের সেরা একজনের বিপক্ষে খেলছি, জিতেছি। এখন তো সেমিফাইনালে। তাই কখনও ভাবিনি, এক বছর পর এখানে থাকতে পারবো।

চলতি মৌসুমে গাউফ ছিলেন অপ্রতিরোধ্য। ৯ ম্যাচ অপরাজিত ছিলেন। দুর্ভাগ্য সে ছন্দ আর ধরে রাখতে পারেননি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়