Apan Desh | আপন দেশ

লিটনের আত্মবিশ্বাস বাড়িয়েছে এক খুদে ভক্ত 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৪, ২১ জানুয়ারি ২০২৫

লিটনের আত্মবিশ্বাস বাড়িয়েছে এক খুদে ভক্ত 

লিটন দাস ও প্ল্যাকার্ড হাতে খুদে ভক্ত

দীর্ঘ দিন ধরেই বাজে সময় কাটাচ্ছিলেন লিটন দাস। কি ঘরোয়া, কি আন্তর্জাতিক সব জায়গায় ফর্মহীন ছিলেন জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতেও সেটি অব্যাহত ছিল। যে কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি।

যে দিন দল থেকে বাদ পড়েছেন, ঠিক সেদিনই ব্যাট হাতে জ্বলে উঠেন লিটন দাস। মাত্র ৪৪ বলে ৭টি ছক্কা ও ৮টি চারের মারে সেঞ্চুরি হাঁকান তিনি। তারপর থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন এ ব্যাটার। যে কারণে প্রসংশায় ভাসছেন তিনি। অথচ এ বিপিএলে টানা ব্যাটিং ব্যর্থতার কারণে গ্যালারি থেকে প্রতিনিয়ত দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে লিটনকে। 

গত ১৬ তারিখে বরিশালের বিপক্ষে মাত্র ১৩ রানে আউট হওয়ার পর গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেয়। এ ঘটনার সময়, খেলা চলাকালে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধমে। 

লিটনের বাজে পারফরমেন্সের কারণেই তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ১৬ সদস্যদের দল থেকে বাদ দেয় বিসিবি। এর পর থেকে আরও বৃদ্ধি পায় দর্শকদের সমালোচনা। ব্যাট হাতে খারাপ সময় পার করা লিটনকে নিয়ে দেদারসে সমালোচনা চললেও ওই দিনের কিছু দর্শকের কাণ্ড মেনে নিতে পারেননি অনেকেই।

পরের ম্যাচে প্রেস ব্রিফিংয়ে তাসকিন তাকে (লিটন) নিয়ে বলেন ন্যূনতম সম্মান দিতে, কারণ তারা সবাই বাংলাদেশের হয়েই খেলে। লিটনের খারাপ সময় যাচ্ছে। তাকে সমর্থন না করলেও যেন অপমান না করি। দুঃসময়ে লিটনকে সমর্থন করছে তার দল ঢাকা ক্যাপিটালস। সঙ্গে অনেকেই বাংলাদেশি এ ওপেনারকে সমর্থন জানিয়ে বার্তা দিচ্ছেন। 

এক ফেসবুক পোস্টে লিটনের সমর্থনে নিজেদের অবস্থান ব্যক্ত করে ঢাকা ক্যাপিটালস। লিটন নিজেও এরপরে সে পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন নিজের অনুভূতি। তিনি বলেন, আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই-উৎরাইয়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড়কিছু।

এর মধ্যেই গ্যালারিতে এক খুদে ভক্তের একটি প্ল্যাকার্ড যেন আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে লিটনের। নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে একটি খুদে ভক্তের প্ল্যাকার্ডের ছবি ছিল। প্ল্যাকার্ডে লেখা ছিল, যদি আপনার জন্য কেউ না থাকে তবে জেনে রাখবেন একমাত্র ভক্ত হিসেবে আমি থাকবো।

লিটন পোস্টে বলেছেন, আমি জানি না ক্রিকেটে আমি কতটুকু অর্জন করেছি, তবে এ প্ল্যাকার্ডটি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমার পরিবার ছাড়াও আমার একজন ভক্ত আছে এটা অবিশ্বাস্য। আনায়রা (লিটনের মেয়ে), মনে হচ্ছে তোমার প্রতিযোগী আছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়