Apan Desh | আপন দেশ

গ্রেফতারি পরোয়ানা নিয়েই মাঠে নামবে সাকিব?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৯, ২১ জানুয়ারি ২০২৫

গ্রেফতারি পরোয়ানা নিয়েই মাঠে নামবে সাকিব?

ফাইল ছবি

আগামী ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ড নাইন্টি। এতে মুখোমুখি হতে পারেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবের পর এবার এ লিগে দল পেয়েছেন তামিম ইকবাল। লেজেন্ড নাইন্টি টুর্নামেন্টে ভিন্ন দলের হয়ে খেলবেন সাকিব-তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক অধিনায়ক নিজেই।

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। যদিও চলমান বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে আছেন এ ওপেনার। বিগ বয়েজ স্কোয়াড দলে ভিড়িয়েছে তামিমকে।

আরও পড়ুন<<>> সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি 

একসময় সাকিব-তামিমের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুজন রয়েছেন দুই মেরুতে। এবার বিদেশের মাটিতে (রায়পুরে) এ দুই তারকার মুখোমুখি লড়াই দেখা যেতে পারে।

তবে রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব। তার বিরুদ্ধে জুলাই বিপ্লবে হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বোলিং অ্যাকশন নিয়ে পড়েছেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায়। বড় প্রশ্ন হচ্ছে পরোয়ানা নিয়েই কি খেলার মাঠে নামবেন সাকিব আল হাসান?

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়