
বিসিবি লোগো
গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাবনা বাতিলের দাবিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করেছে ক্লাবগুলো। বিপিএল খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে গড়িমসি করছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন কমিটি পুর্নগঠনসহ নানা দাবি উঠেছে। এতে বেকায়দায় পড়েছে বোর্ড। এমন পরিস্থিতিতে জরুরী বোর্ড সভা ডেকেছে বিসিবি।
শনিবারের (২৫ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। চলমান সমস্যাগুলোর সমাধান করার লক্ষ্যে কাজ করছেন সভাপতি ফারুক আহেমদ নেতৃত্বাধীন বোর্ড।
ক্রিকেটারদের পারিশ্রমিক কাণ্ডের আগেই ঢাকাভিত্তিক ক্রিকেট ক্লাবগুলোর বিদ্রোহে অচল হয়ে পড়ে ঢাকার ক্রিকেট। গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাবনা বাতিলের দাবিতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করে ক্লাবগুলো।
সংশোধন আনুষ্ঠানিক ভাবে বাতিল না হওয়া পর্যন্ত প্রথম বিভাগসহ আসন্ন কোনো লিগেও অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। গত শনিবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দেয় “ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন”।
বিসিবি প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন বোর্ড মিটিং ডেকে দ্রুত সমস্যা সমাধান করা হবে। অবশেষে জরুরি বোর্ড মিটিংয়ের ডাক দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
ক্রীড়া সংগঠকরা গত সপ্তাহে বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একটি স্মারকলিপি দিয়েছিলেন। সেখানে সংশোধনী খসড়া বাতিল করা, নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে করা কমিটি বিলুপ্তি ছিল অন্যতম দাবি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইতিবাচক বার্তা দিয়েছিলেন ফারুক আহমেদ।
প্রস্তাবনা খসড়ায় বিসিবিতে ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জনের পরিবর্তে মাত্র চারজন পরিচালক রাখা হয়েছিল।
এদিকে বিপিএলে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার ইস্যু এখনও মীমাংসা হয়নি। বিপিএল শেষ হওয়ার আগে এ ব্যাপারে কি পদক্ষেপ নেবে বিসিবি সেটাই দেখার।
এবারের আসরে এখন পর্যন্ত ফরচুন বরিশাল ছাড়া কোনো দলই গ্যারান্টি মানির পুরো অর্থ দেয়নি। তাই ক্রিকেটারদের পারিশ্রমিক বাকি থাকলেও বিসিবি তা কীভাবে দেবে সে নিয়েও আলোচনা হবে সভায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।