Apan Desh | আপন দেশ

সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ক্রিড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ২৫ জানুয়ারি ২০২৫

সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ছবি: ইন্টারনেট

আগের ম্যাচে দুর্দান্ত এক জয়ে বাংলাদেশের মেয়েরা জাগিয়ে রেখেছিল সম্ভাবনা। তবে আরও একবার ব্যর্থ হয় ব্যাটিং। কিন্তু এবার আর বোলাররা ত্রাতা হতে পারেননি। বড় হারে শেষ হয়ে গেছে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা।

শুক্রবার রাতে সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ১১৮ রানে অলআউট হয় সফরকারীরা। ওই রান তাড়ায় ১৩৫ বল আগে জয় পায় ক্যারিবীয়রা। সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।  

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওমেন্স চ্যাম্পিয়নশিপ যাত্রা শেষ হয়েছে। ২৪ ম্যাচে ৮ জয়ে ২১ পয়েন্ট নিয়ে সাতে থেকে শেষ করেছে তারা। ছয়টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা অবশ্য এখনও শেষ হয়নি।

ছয় দলের বাছাই পর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। এখান থেকে দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপে।

ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৫৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিন আক্তার সুপ্তা। এছাড়া দুজন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেন।

৬৫ বলে ২২ রান করেন ওপেনার ফারজানা হক। ৬২ বলে ২৫ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই চার উইকেট নেন কারিশমা রামহারাক।

রান তাড়ায় নেমে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। দুই ওপেনারকে অবশ্য আউট করতে পেরেছিল বাংলাদেশ। তবে ৪৭ বলে ২৫ রানে শেমাইন ক্যাম্পবেল ও ১৯ বলে ৩৩ রান করে ডিয়ান্ড্রা ডটিন অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৬ বলে ৩৯ রান আসে কিয়ানা জোসেফের ব্যাটে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়