
ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর প্রায় শেষের পথে। চট্টগ্রাম পর্ব শেষে ফিরেছে ঢাকায়। এখানেই হবে ফাইনাল। তার আগে আবার খবরের শিরোনামে এল দুর্বার রাজশাহী। নতুন নামে ফিরে যেন বিতর্ক পিছু ছাড়ছে না দলটির। সে বিতর্কের মধ্যেই এবার তাসকিন আহমেদদের হোটেল বদল করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহী কর্তৃপক্ষ। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা।
তাহলে কী বিল বকেয়া থাকায় হোটেল পরিবর্তন করল রাজশাহী? এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় রাজশাহীর ম্যানেজার মেহেরাব হোসেন অপির সঙ্গে। পরে খুদে বার্তায় জানান তিনি মিটিংয়ে আছেন। পরবর্তীতে আরেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, দুটি হোটেলই একই মালিকের।
এদিকে ম্যাচের দিনেই হোটেল পরিবর্তন হওয়ায় যারপরনাই বিরক্ত ক্রিকেটাররা। এদিকে আজকের ম্যাচের আগে বিদেশি ক্রিকেটাররা চেয়েছেন নিজেদের বকেয়া পারিশ্রমিক। পারিশ্রমিক না পেলে বিদেশিরা খেলবেন না এমনটিও জনা গেছে।
এসএইচ/এফআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।