Apan Desh | আপন দেশ

দলবদল করে কোথায় যাচ্ছেন হামজা?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২৭ জানুয়ারি ২০২৫

দলবদল করে কোথায় যাচ্ছেন হামজা?

ফাইল ছবি

দেশের ক্রীড়াঙ্গণে এ মুহুর্তে সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের এ তারকা এখন বাংলাদেশি ফুটবলার। আগামী মার্চে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় তিনি। তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রাথমিকভাবে দলবদল সেরে নিয়েছেন হামজা। ইতালিয়ান সাংবাদিকে ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো জানান, চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেই ফেলেছে দুই পক্ষ। লেস্টার সিটির কোচ র‍্যুড ভ্যান নিস্টেলরয় নিজেই জানিয়েছেন, চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে। 

বেশ কিছুদিন ধরেই শেফিল্ড ইউনাইটেডের নজরে ছিলেন হামজা চৌধুরী। এ চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা। চুক্তি অনুযায়ী, চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা। আর বেতনাদি পরিশোধ করবে শেফিল্ডই। রোমানোর সেই টুইট অনুযায়ী, আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল। 

ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের ৩য় থেকে ৬ষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। আর শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। আর এ লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। 

অবশ্য প্রিমিয়ার লিগে লেস্টার সিটিও যে খুব সুবিধাজনক অবস্থায় আছে এমনটা বলা চলে না। ২৩ ম্যাচ শেষে অবনমন অঞ্চল থেকে মাত্র একধাপ ওপরে তারা। ১৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে দ্য ফক্সেসরা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়