
ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রয়েছে বাংলাদেশের মেয়েদের। একই কারণে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে লাল সবুজ দলের। তাতে নষ্ট হয়েছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ। সংক্ষিপ্ত সংস্করণেও সে ধারা অব্যাহত রেখেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ফলে হতাশা নিয়েই টি-টোয়েন্টি শুরু করল সফরকারিা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সেন্ট কিটসের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। টস জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ১২ রান করলেও মূলত ইনিংস গড়তে ভূমিকা রাখে তিনটি ইনিসং। আরেক ওপেনার সোবহানা মোস্তারি ২১ বলে ২২ রান করেছেন।
শারমিন আক্তার ৪১ বলে ৩৭ ও অধিনায়ক নিগার সুলতানা তুলে নেন হাফসেঞ্চুরি। নিগার সুলতানার ব্যাটেই ঝড় ছিল কিছুটা। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যাথুজ ও অ্যাফি ফ্লেচার।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৮.৩ ওভারে ৬৩ রান তুলে ফেলে স্বাগতিকরা। কিয়ানা জোসেফকে (২৯) ফিরিয়ে সে জুটি ভাঙেন ফাহিমা। দ্রুত শেমাইন ক্যাম্পবেলকে (৩) আউট করা গেলেও তার পর বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চড়াও হন ডিয়েন্ড্রা ডটিন। ২২ বলে ৭ ছক্কায় ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুজ একটু রয়ে সয়ে খেলে ৫৪ বলে ৬০ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ৭টি চারের মার। এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়রা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।