
ফাইল ছবি
চলতি বছর ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্টে সরাসরি খেলার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজে সফরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হার দিয়ে সফর শুরু করলেও দ্বিতীয় ওয়ানডে জিতে আশা জাগিয়ে ছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুরেছে সফরকারিরা। বিশ্বকাপে খেলতে হবে বাছাইপর্ব উৎরাতে হবে টাইগ্রেসদের।
সিরিজ হেরে বিশ্বকাপ শঙ্কায় পড়লেও র্যাংকিংয়ে মিলেছে সুখবর! সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি স্পিনার নাহিদা আক্তার। ব্যাটিং বিভাগেও উন্নতি করেছেন অধিনায়ক জ্যোতি, শারমিন আক্তার এবং সোবহানা মোস্তারী। তবে কিছুটা পিছিয়েছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরই পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে আইসিসির সেরা দশে প্রবেশ করেছেন তিনি। একই সঙ্গে ৮ ধাপ লাফিয়ে ৩১ নম্বরে উঠেছেন তরুণ লেগস্পিনার রাবেয়া। উন্নতি করেছেন ফাহিমা খাতুন ও মারুফা আক্তারও।
ব্যাটিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশিদের মধ্যে। অধিনায়ক নিগার সুলতানা ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে। শারমিন আক্তারও উন্নতি করে উঠে এসেছেন ৩৯তম স্থানে। তবে ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ র্যাংকিংয়ে থাকা ফারজানা হক দুই ধাপ পিছিয়ে এখন ২১তম স্থানে।
ওয়েস্ট ইন্ডিজে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে উজ্জ্বল ছিলেন না শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই। ক্যারিবিয় ক্রিকেটারদের মধ্যেও বেশ কিছু উন্নতি দেখা গেছে। বোলারদের তালিকায় আফি ফ্লেচার ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে পৌঁছেছেন, আর কারিশমা রামহারাক ১০ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৫তম স্থানে পৌঁছেছেন ক্যারিবিয় অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন।
বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা ওঠানামার মধ্য দিয়ে গেলেও আইসিসি র্যাংকিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের এমন উত্থান দলকে আত্মবিশ্বাস জোগাবে। সামনের সিরিজগুলোতে টাইগ্রেসরা এ ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়!
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।